জাতীয়

‘বাংলাদেশের সঙ্গে কানেকটিভিটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত’

ভারত বাংলাদেশের সঙ্গে কানেকটিভিটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ঢাকা গ্লোবাল ডায়ালগ, ২০১৯’-এর দ্বিতীয় দিনের একটি সেশনে তিনি এই মন্তব্য করেন।

‘ইন্দো প্যাসিফিক সংযোগ: অবকাঠামো ও প্রভাব’ শীর্ষক এই পর্বে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে কানেকটিভিটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি আমরা। কানেকটিভিটির মধ্যে দিয়ে দুই দেশই লাভবান হবে। এছাড়া কানেকটিভিটির ফলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোও লাভবান হবে বলে আমি মনে করি।’

তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে এ অঞ্চলের প্রতিটি দেশের নৌ নিরাপত্তাকে সম্মান করে ভারত। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নৌ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতসহ এই অঞ্চলের দেশগুলোর নৌ খাতের অর্থনৈতিক ও ভৌগলিক গুরুত্ব রয়েছে। এ হিসেবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত নৌ সংক্রান্ত স্বাধীনতায় বিশ্বাস করে।

গতকাল সোমবার এই ঢাকা গ্লোবাল ডায়লগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) ও ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এই ডায়লগের আয়োজন করেছে। আগামীকাল বুধবার এই ডায়লগ শেষ হবে।

এই আয়োজনে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে কীভাবে যোগসূত্র স্থাপন করে বাংলাদেশসহ অন্যান্য সমমনা দেশগুলো তাদের ভবিষ্যৎ উন্নয়ন পথযাত্রা নির্ধারণ করতে পারে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে।

প্রায় ৫০টি দেশের মন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিক, আমলা, একাডেমিশিয়ান, বেসরকারি খাতের প্রতিনিধিসহ প্রায় ২০০ জন এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ঢাকা/হাসান/সাজেদ