জাতীয়

হিমালয়ের ইয়ালা শৃঙ্গে অভিযান উপলক্ষে পতাকা হস্তান্তর

হিমালয় পর্বতমালার ইয়ালা শৃঙ্গে অভিযান উপলক্ষে তিন পর্বতারোহীর কাছে বাংলাদেশের পতাকা হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে রোপফোর আউটডোর এডুকেশন আয়োজিত সংবাদ সম্মেলনে পতাকা হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশের পর্বতারোহণ প্রশিক্ষক মীর সামসুল আলম বাবু, মহিউদ্দিন মাহি, মারুফা হকসহ প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘মিশন হিমালয় ২০১৯’ কার্যক্রম বাংলাদেশের তরুণদের স্বাস্থ্যকর জীবনধারায় অনুপ্রাণিত করবে। এর মাধ্যমে তারা তাদের লুকানো শারীরিক শক্তি ও প্রকৃতির প্রতি ভালবাসা আবিষ্কার করতে পারবে।

তারা জানান, এই কার্যক্রমের আওতায় বাংলাদেশ পর্যটন করপোরেশনে একটি অডিশনের আয়োজন করা হয়। সেখানে ৬৮ জন অংশ নেন। বাছাই করা ২৫ জন বন বিভাগের অধীনে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে চার দিনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন। গত ১২ অক্টোবর পর্যটন করপোরেশনে আনুষ্ঠানিকভাবে সেরা তিনজনকে নেপালের ইয়ালা পাহাড় অভিযানের জন্য পুরস্কৃত করে। ইয়ালা শৃঙ্গ অভিযান ২১ নভেম্বর শুরু হবে। শেষ হবে ৫ ডিসেম্বর।

 

ঢাকা/মামুন খান/রফিক