জাতীয়

‘বাস না আসলে ছাড়ব কীভাবে’

‘ভাই গত কয়েক দিনে যতগুলো বাস যাত্রী নিয়ে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে, সেই বাসগুলোর মধ্যে দুই তিনটা বাস ছাড়া বাকিগুলো এখনও পর্যন্ত ঢাকা আসেনি। তাই বাস না আসলে কীভাবে যাত্রী নিয়ে আবার ছাড়ব বলেন? আসলে কারা এই ধর্মঘটের ডাক দিয়েছে, সেটাই বুঝতে পারছি না’, এমন কথা বলছিলেন কল্যাণপুর বাস স্ট্যান্ডের গ্রিনলাইন পরিবহনের ১নং কাউন্টারের সেলস অফিসার মোহাম্মদ মিরাজ হোসেন।

গত কয়েক দিন ধরেই নতুন সড়ক আইনের প্রতিবাদে ধর্মঘট পালন করে আসছিলেন ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকরা। তারা রাজধানীসহ বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কোনো ধরনের গণপরিবহন চলাচল করতে দেয়নি। গতকাল রাতে ঘর্মঘট প্রত্যাহার করার পরে আজও কিছু কিছু জেলায় ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা।

সকাল থেকেই রাজধানীতে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম লক্ষ করা গেছে। আবার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে অল্প কিছু সংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে, তবে সেটা খুবই সামান্য।

কথা হয় কল্যাণপুর বাস স্ট্যান্ডের গ্রিনলাইন পরিবহনের ১নং কাউন্টারের সেলস অফিসার মোহাম্মদ মিরাজ হোসেনের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আজ সকালে কল্যাণপুর থেকে বরিশালের উদ্দেশ্যে ২টি বাস ছেড়ে গেছে। তবে সেই বাসগুলো হচ্ছে লঞ্চ পারাপার। আরিচা ঘাট পর্যন্ত যায়, পরে লঞ্চে করে যাত্রীদের ওপারে নিয়ে গিয়ে একই পরিবহনের অন্য বাসে করে বরিশালে নিয়ে যাওয়া হয়। তবে খুলনা, যশোর, বেনাপল, কলকাতার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি আজ সকালে।’

তিনি বলেন, ‘আজ রাতে সব কয়টি রুটে বাস ছাড়ার পরিকল্পনা আমাদের রয়েছে। তবে সব কয়টি রুটে বাস ছাড়তে পারবো কি না, সেটা বলা যাচ্ছে না। কারণ বিভিন্ন জেলা থেকে ঢাকাতে আমাদের পরিবহনের বাস আসেনি। তাই বাসের সংখ্যা কম রয়েছে।’

মালিক পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না আমাদের মালিক পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। কারণ এই ধর্মঘট শুধুমাত্র ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের। তারাই আমাদের বাস ছাড়তে দিচ্ছে না। বাস ছাড়লে তা আটকে দিচ্ছে।’

কথা হয় গাবতলী বাস টার্মিনালের হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ সোহেল মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘সকালে আমাদের এখান থেকে বরিশালের উদ্দেশ্যে ১টি বাস ছেড়ে গেছে। তবে আজ রাতে সব রুটেই বাস ছেড়ে যাবে বলে আশা করছি।’

তিনি বলেন, ‘সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবনসহ ওই জোনের অন্য সব জেলায় বাস ছেড়ে যাচ্ছে স্বাভাবিক ভাবেই। শুধুমাত্র দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, যশোর, বেনাপোলসহ অন্যান্য জেলার বাস ছাড়া হয়নি আজ সকাল পর্যন্ত। তবে রাতে স্বাভাবিক হয়ে যাবে।’ ঢাকা/হাসিবুল/হাকিম মাহি