জাতীয়

গ্যাসের পাইপ বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ  

রাজধানীর আগারগাঁও ষাট ফিট রাস্তায় ওয়াসার কাজ করার সময় গ্যাস লাইন থেকে আগুনের ঘটনা ঘটেছে।

এ সময় চার শ্রমিক দগ্ধ হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভতি করা হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জোনায়েদ (২২), নিলু (২৮), কবির আহমেদ (২৫) ও রুবেল (২৮)। তাদের হাত, পা ও মুখ-মন্ডল পুড়ে গেছে।   

দগ্ধ নিলু মিয়া বলেন, বেশকিছু শ্রমিক কয়েক দিন ধরে ৬০ ফিট রাস্তায় ওয়াসার কাজ করছিলেন। সেখানে নতুন ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি খনন করা হয়। এর মধ্যে একটি গর্তে গ্যাসের পাইপ থেকে গ্যাস লিকেজ হচ্ছিল। রাস্তা খননের জন্য বড় হাতুড়ি দিয়ে আঘাত করার সাথে সাথেই আগুন লেগে যায়। 

ঢাকা/মাকসুদ/নাসিম