জাতীয়

উত্তরায় ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ডিএনসিসির অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন উত্তরার ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, অভিযানে ফুটপাত ও সড়কে স্থাপিত প্রায় ২০০টি অবৈধ দোকান, টং ও শেড উচ্ছেদ করা হয়। এছাড়া সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে এক দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা/নূর/সনি