জাতীয়

অগ্নিদগ্ধদের চিকিৎসাব্যয় বহন করবে সরকার

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা সবার চিকিৎসার ব্যয় সরকারিভাবে বহন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় দগ্ধ হয়ে ঢ‌ামেকে চিকিৎসাধীন সবার অবস্থা আশঙ্কাজনক। অগ্নিদগ্ধ সবার চিকিৎসাব্যয় সরকারিভাবেই বহন করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনমালিকদের আইনের আওতায় আনা হবে কি না, এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশিরভাগ ভবনমালিক সরকারি নির্দেশনা মেনে মিল কল-কারখানা নির্মাণ করেনি। এ বিষয়টি আর মেনে নেয়া হবে না। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ে ভবনমালিককে সরকারিভাবে চাপ প্রয়োগ করা হবে।

এ সময় ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, শেখ হাসিনা বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, বাংলাদেশ মেডিসিন সোসাইটি সাধারণ সম্পাদক ডা. আহমেদুল কবীরসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ঢাকা/সাওন/রফিক