জাতীয়

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিএসএফের সদর দপ্তরে বুধবার পাঁচ দিনব‌্যাপী এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত‌্যা ও আহত করার প্রতিবাদ জানানো হয়। ভারত থেকে বাংলাদেশে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইন বিভিন্ন মাদকদ্রব‌্য এবং ভায়াগ্রা-সেনেগ্রাসহ বিভিন্ন অবৈধ ওষুধ চোরাচালান রোধের বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনের শুরুতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকা/মাকসুদ/রফিক