জাতীয়

চিড়িয়াখানাকে আধুনিক করার সুপারিশ

একাদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠক হয়েছে।

মঙ্গলবার কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে, ডলফিন রাখাসহ জাতীয় চিড়িয়াখানাকে আধুনিক ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বরগুনার তালতলিতে একটি গবেষণা কেন্দ্র তৈরির যে প্রস্তাবনা ছিল তা যেন আরো বেশি জমি নিয়ে তৈরি করা হয়, সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করা হয়।

কমিটি ন্যুনতম দুটি মৎস্য ভিলেজ তৈরিসহ মুজিব বর্ষে মন্ত্রণালয়কে বিশেষ কিছু প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে, দুর্নীতির বিষয়ে বর্তমান সরকারের ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করা হয়।

কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, মো. মাহবুব উল আলম হানিফ, ছোট মনির, নাজমা আকতার, শামীমা আক্তার খানম, কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল ও অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা/আসাদ/সনি