জাতীয়

পুলিশ সপ্তাহ শুরু ৫ জানুয়ারি

আগামী ৫ জানুয়ারি শুরু হবে পুলিশ সপ্তাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে পুলিশ সপ্তাহের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ৫ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণ করবেন। পরে তিনি সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য পুলিশ সদস্যদের ব্যাজ পরিয়ে দেবেন।

এছাড়া, প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের অভাব-অভিযোগ শোনার জন্য দরবারে অংশগ্রহণ করবেন। বাকি দিনগুলোতে কুচকাওয়াজ, পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এবার পুলিশ সপ্তাহে সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ১১৮ কর্মকর্তা ও সদস্য। বীরত্বপূর্ণ কাজ এবং সেবার জন্য নতুন বছরের শুরুতেই পুলিশ সপ্তাহে চার ক্যাটাগরিতে এ পদক দেয়া হবে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মঈনুর রেজা চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি পদক তালিকা চূড়ান্ত করেছে, যা গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় আছে। ঢাকা/মাকসুদ/রফিক