জাতীয়

২৪ ফেব্রুয়ারির মধ‌্যে গ্রামীণফোন টাকা না দিলে ব‌্যবস্থা

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া পরিশোধ না করলে গ্রামীণফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ।

বৃহস্পতিবার বিটিআরসি ভবনে সংস্থার এক বছরের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমিশনের চেয়ারম্যান জহুরুল হক।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের যে আদেশ হয়েছে (দুই হাজার কোটি টাকা পরিশোধ), সেই আদেশ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে হবে। আমরা মামলা করিনি, মামলা করেছে গ্রামীণফোন। নির্দেশনা অনুযায়ী গত ২৪ নভেম্বর থেকে এ সময় গণনা হবে। টাকা না দিলে এনওসি এবং অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। তিন মাসের মধ্যে টাকা না দিলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

বকেয়া আদায়ে প্রয়োজনে আইনে যা যা আছে, তা তা প্রয়োগ করা হবে।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘তারা টেলিনরের সঙ্গে একটা চুক্তির কথা বলে। সেটি যদি সরকার টু সরকার হয়, তাহলে আমরা মানব। তারা একটা আরবিট্রেশন চেয়েছিল, কিন্তু ফেল করেছে। প্রত্যেক ক্ষেত্রে তারাই আদালতে যাচ্ছে, আমরা যাচ্ছি না। আমরা চাই, এটি নিষ্পত্তি হোক। যদি কোনো কর্তৃপক্ষের নির্দেশ সরকারের মানতে বাধ্য হয়, সরকার সেটি মানবে।

 

ঢাকা/ইয়ামিন/সাজেদ