জাতীয়

আবারো জেঁকে বসেছে শীত

উঠি উঠি করেও উঠছে না সূর্য। গতকালের মতো আজও রাজধানীতে শীতের তীব্রতা বেশি।

মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এর বিস্তার আরো বাড়তে পারে।

এ ছাড়া আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সারা দেশে মোটামুটি শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাংশে হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, ‘ঢাকায় আজ বাতাস বেশি। এ জন‌্য বেশি শীত অনুভূত হচ্ছে। গতকাল থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে আজ।’

অনেকেই বলছেন, গত কয়েকদিনের চেয়ে আজ ঢাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আশিক মাহমুদ নামে একজন বলেন, ‘সকালেই কাজের জন‌্য বের হতে হয়েছে। মনে হচ্ছে গত কয়েক দিনের চেয়ে আজ শীতের তীব্রতা অনেক বেশি।’

তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ‌্যা। এ ছাড়া ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।

শাহবাগে রিকশা চালাচ্ছেন রায়হান উদ্দীন নামে এক বয়স্ক রিকশাচালক। তিনি বলেন, ‘পেটের দায়ে রিকশা চালাতে হয়। শীত বেশি পড়ায় কষ্ট হচ্ছে। অন‌্য দিনের চেয়ে আজ মনে হচ্ছে শীত একটু বেশি পড়েছে।’ ঢাকা/নূর/ইভা