জাতীয়

ধর্ষণ ঠেকাতে পুলিশের আলাদা ইউনিট চায় ডাকসু

জঙ্গী দমনের বিশেষ শাখার আদলে ধর্ষণ ঠেকানো এবং ধর্ষকদের ধরতে পুলিশের বিশেষ ইউনিট গঠনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী ডাকসু মঞ্চে নেতারা এ দাবি জানান।

নেতারা বলেন, ‘নারীরা আজ সব জায়গায় নির্যাতনের শিকার। ক্যাম্পাসের ছাত্রী যেমন বাহিরে ধর্ষণের শিকার হয়েছে, ঠিক তেমনি কোনো কোনো ছাত্রী ক্লাশে শিক্ষক বা ছাত্র দ্বারা অথবা কোনো শিক্ষকের বাসায় ছাত্রী নিপীড়নের শিকার হয়। আমরা চাই, আর কোনো ছাত্রী যেন যৌন হয়রানির শিকার না হন। এ জন্য পুলিশে ‘এন্টি রেপ’ ইউনিট গঠনের দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেও দাবি জানিয়েছি।’

নেতারা বলেন, ‘আমরা বৈষম‌্য চাই না। এমন একটা সমাজ প্রতিষ্ঠা চাই, যেখানে নারী নির্বিঘ্নে চলাফেরা করবে, কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে না। ’

নারীদের প্রতি সম্মান বৃদ্ধিতে পারিবারিক শিক্ষা মূল্যবোধের গুরুত্বারোপ করেন ডাকসু নেতারা।

এসময় বক্তব্য দেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক শাম্মী নোমান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শায়ন, সদস্য রাকিবুল ইসলাম ঐতিহ্য প্রমুখ। ঢাকা/নূর/সাজেদ