জাতীয়

সমমর্যাদা পেতে যোগ্য হতে হবে : খাদ্যমন্ত্রী

‘সমমর্যাদা পাবার জন্য রবিদাস সম্প্রদায়ের সদস্যদের নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে’ বলে মন্তব‌্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রবিদাস ফোরামের ‘প্রথম কেন্দ্রীয় সম্মেলন- ২০২০’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ রবিদাস ফোরাম এ সভার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকল জনগণের জন্য সমতার ভিত্তিতে সংবিধান রচনা করেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তার সে লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছেন।’

মন্ত্রী বলেন, ‘হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্ম নয় মানব সেবার মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে। রবিদাসদের নিজেদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে নিজেদের উন্নয়নের জন্য কাজ করতে হবে।’

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যসহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ঢাকা/আসাদ/সনি