জাতীয়

ইসির বৈঠকে নামাজের বিরতি

আসন্ন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন নিয়ে হঠাৎ জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

টানা দেড় ঘণ্টা বৈঠক শেষে মাগরিবের নামাজের বিরতি দিয়েছে ইসি। নামাজের পর আবার বৈঠক শুরু হবে বলে জানা গেছে।

এর আগে শনিবার বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পিএস একেএম মাজহারুল ইসলাম জানান, বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল না।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়েছে।

 

ঢাকা/হাসিবুল/সনি