জাতীয়

বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ বাড়ছে

বিমান দুর্ঘটনায় হতাহত বা লাগেজ হারানোর ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ‘আকাশ পথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আইন ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁও কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, আইনটি কার্যকর হলে আকাশ পথে দুর্ঘটনায় মৃত্যু, আঘাত এবং লাগেজ হারিয়ে গলে ক্ষতিপূরণের পরিমাণ বাড়বে।

সচিব বলেন, বিমান দুর্ঘটনায় নিহত হলে বর্তমানে ক্ষতিপূরণ দেয়া হয় ২০ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা। নতুন আইনের খসড়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ১ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৩৩৪ টাকা ক্ষতিপূরণ দেয়ার বিধান রাখা হয়েছে।

বৈঠকে আয়োডিনযুক্ত লবণ আইন ২০২০-এর খসড়া ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০১৯-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া, ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবসের পাশাপাশি জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ঢাকা/নঈমুদ্দীন/রফিক