জাতীয়

অপরাধীকে বিচারের আওতায় আসতেই হবে : আইনমন্ত্রী

অপরাধী যতই ক্ষমতাধর হোক তাকে বিচারের আওতায় আসতেই হবে। কেউ যে আইনের ঊর্ধ্বে নয় সোমবার আদালতের দুটি গুরুত্বপূর্ণ রায় অন্তত সেটাই প্রমাণ করে।

আইনমন্ত্রী অ‌্যাডভোকেট আনিসুল হক মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘সিপিবির সমাবেশে বোমা হামলা এবং চট্টগ্রামে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় সোমবার হয়েছে। দুই মামলার মধ‌্যে একটি ৩১ বছর, আরেকটি ১৮ বছর পর বিচার সম্পন্ন হয়েছে। এত বছর পরেও বিচার হয়েছে। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘অপরাধ করে পার পাওয়ার দিন শেষ হয়ে গেছে। অপরাধী যতই ক্ষমতাধর হোক, সাময়িক ক্ষমতা দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও বিচারের আওতায় তাকে শেষ পর্যন্ত আসতেই হবে। প্রধানমন্ত্রীর আই‌নের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি এবং গৃ‌হীত পদ‌ক্ষে‌পের কার‌ণে দু‌টি মামলার বিচার সম্পন্ন হয়েছে।  

খালেদা জিয়ার মুক্তি নিয়ে ভাবছে না সরকার : আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, জামিন নিয়ে সরকার কোনো কিছুই ভাবছে না। ভাবার সুযোগও নেই।  যা কিছু হচ্ছে সব আদালতের বিষয়। এখানে সরকারের কিছু করার নেই।’ ঢাকা/নঈমুদ্দীন/ইভা