জাতীয়

‘নকশার বাইরে কোনো স্থাপনা থাকবে না’

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, হাতিরঝিলে অনুমোদিত নকশার বাইরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। সব দখলমুক্ত করা হবে।

বুধবার দুপুরে বিজিএমইএ-এর ভবন ভাঙার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দৃষ্টিনন্দন হাতিরঝিলে অবৈধভাবে গড়ে তোলা বিজিএমইএ ভবন ভাঙা শুরু হয়েছে। দেশের পরিবেশ ও রাষ্ট্রের সুরক্ষার লক্ষ্যে এটি করা হয়েছে।’

তিনি বলেন, ‘হাতিরঝিলের পানিতে এখন আর গন্ধ নেই। তারপরও প্রতিদিনই পানি পরীক্ষা করা হবে। পানি যাতে সুন্দর থাকে সেই ব্যবস্থা করা হবে।’ নঈমুদ্দীন/ইভা