জাতীয়

ওয়েবসাইটে নদী দখলদারদের নাম প্রকাশ

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের অবৈধ নদী দখলদারদের প্রস্তুতকৃত তালিকা জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলা তথ্য বাতায়নে তালিকাটি আপলোড করে সর্বসাধারণের পাঠ ও অনুসন্ধানের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নে তিনি এতথ্য জানান।

তিনি বলেন, ‘অবৈধ নদী দখলদারদের উচ্ছেদ করার কার্যক্রমটি একটি চলমান প্রক্রিয়া। ঢাকা ও নারায়ণগঞ্জ নদী বন্দর হতে প্রণীত তালিকা অনুযায়ী বিশেষ উচ্ছেদ অভিযানের মাধ্যমে ইতোমধ্যে এক হাজার ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া সাড়ে ২১ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য নদী বন্দরগুলোতেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করার বিষয়টি অব্যাহত রাখা হবে।’

তালিকা অনুযায়ী, কুমিল্লা জেলায় সর্বাধিক পাঁচ হাজার ৯০৬ জন অবৈধ দখলদার রয়েছে। এছাড়া নোয়াখালীতে চার হাজার ৪৯৯ জন, চট্টগ্রামে চার হাজার ৭০৪, কুষ্টিয়ায় তিন হাজার ১৩৪, বরিশালে দুই হাজার ২৭২, ময়মনসিংহে দুই হাজার ১৬০ জন অবৈধ দখলদার রয়েছে।

অপর এক প্রশ্নে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ছয়টি বড় জাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করেছে।

 

ঢাকা/আসাদ/সনি