জাতীয়

‘কেউ পিছিয়ে থাকবে না, এটিই সরকারের মূলমন্ত্র’

বাংলাদেশ গত ১১ বছরে অর্থনৈতিক উন্নয়নে বিশ্বে উদাহরণ হয়েছে। দেশে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কেউ পিছিয়ে থাকবে না, এটিই সরকারে মূলমন্ত্র বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের তৃতীয় ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউয়ের (ইউপিআর) বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, যে কোনো মানবাধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর যা নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল। ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মানবাধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। আমি আশা করি আইসিজের ইতিবাচক রায় রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ যে কোনো মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। শুধু দেশের নাগরিক নয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় আমাদের সরকার আন্তরিক। তাদের অধিকার রক্ষায়ও আমরা কাজ করছি।

রোহিঙ্গা ইস্যুতে আইসিজে যে রায় দিয়েছে তা সব নির্যাতিত সকল মানুষের মানবাধিকারের জয় বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা/হাসান/জেনিস