জাতীয়

প্রকল্পের মান ঠিক রেখে সময়মত শেষ করার নির্দেশ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্পগুলোর গুণমান বজায় রেখে ঠিক সময়ে শেষ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

২০১৯-২০ অর্থবছরের উন্নয়নমুলক কর্মকাণ্ডের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন। আমরা সেই লক্ষ্য অনুযায়ী অগ্রসর হচ্ছি। দ্রুত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দরকার কাজের গুণগত মান ঠিক রাখা। যে প্রকল্পগুলোর কাজ চলছে গুনগত মান ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করবেন। তাহলে প্রকল্পগুলো থেকে জনগণ কাঙ্ক্ষিত ফলাফল পাবে।’

তাজুল ইসলাম বলেন, ‘এলজিইডির প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক। গত ছয় মাসে এলজিইডির প্রকল্পগুলোর অগ্রগতি জাতীয় অগ্রগতির চেয়ে বেশি। আমি চাই, কাজের মান আরো উন্নত হোক। আর যে প্রকল্পগুলো প্রক্রিয়াধীন রয়েছে, দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করুন এবং নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোর কাজ শেষ করুন। এতে অর্থ বাঁচবে, জনগণও উপকৃত হবে।’

মন্ত্রী বলেন, ‘শহরের সুবিধা গ্রামে যাবে। তাই বলে, গাছ কেটে বা খাল ভরাট করে নয়। রাস্তাঘাট ও ব্রিজের জন্য সুন্দর পরিকল্পনা ও ডিজাইন করবেন। যাতে প্রাকৃতিক পরিবেশের কোন ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। আর নির্বাহী প্রকৌশলীরা হচ্ছে এলজিইডির প্রাণ। আপনারা মনযোগ দিয়ে কাজ করেন। এলজিইডিকে উন্নয়ন সংস্থার মধ্যে এক নম্বরে নিয়ে আসুন।’

এলজিইডির প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য‌্যের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের (উন্নয়ন অনুবিভাগ) অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক ও মেজবাহ উদ্দিন (উন্নয়ন অধিশাখা) । এছাড়া এলজিইডির অন‌্যান‌্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ঢাকা/আসাদ/সাজেদ