জাতীয়

৩ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী তিন দিনের মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বিদ আব্দুল মান্নান জানিয়েছেন, আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থেকে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে, রাজশাহী, পাবনা, শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। 

 

ঢাকা/নূর/জেনিস