জাতীয়

বৃষ্টি আসছে, রাতে গরম বাড়বে

দুএকদিনের মধ‌্যে রাতের তাপমাত্রা বাড়ার মধ‌্য দেয় প্রকৃতি ঋতু বদলের আমেজ জানান দিতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শনিবার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটি আবার দিনের তাপ কমাবে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রংপুর বিভাগসহ পাবনা ও শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু ও মাঝারি ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এগুলো ক্রমান্বয়ে প্রশমিত হয়ে যাবে। পাশাপাশি দিনের তাপমাত্রা কমবে ও রাতের তাপমাত্রা ‍বেড়ে যাবে। আর এভাবে রাতে তাপ বৃদ্ধি আর দিনে বৃষ্টির কারণে দিনে তাপ কমার মধ‌্য দিয়ে প্রকৃতিতে আসবে বসন্ত ঋতু।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আজকের মতো শনিবার আকাশ মেঘলা থাকবে। ঢাকা, বরিশাল ও খুলনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। যেহেতু রাতের তাপমাত্রা বাড়ছে সেহেতু শৈত্যপ্রবাহ প্রশমিত হয়ে যাবে।

তিনি জানান, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঢাকা/নূর/সাজেদ