জাতীয়

এরশাদকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের কর্মময় জীবন নিয়ে লেখা ‘আমার দেখা এরশাদ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাঈদ তারেক বইটি লিখেছেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘দেশের রাজনীতিতে বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে জাপা।’

কাদের বলেন, ‘বইটিতে হুসেইন মুহম্মদ এরশাদকে আপনারা যেভাবে দেখেছেন ঠিক সে ভাবেই লেখা হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদ কীভাবে রাজনীতিতে আসলেন লেখক এখানে সে বিষয়টিও তুলে ধরেছেন।’ এসময় তিনি বই থেকে কিছু অংশ পড়ে শোনান।

এ সময় সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, জাপা কাজী জাফর অংশের প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, লেখক-গবেষক বাবু সুনীল শুভ রায়, সাংবাদিক শামসুদ্দিন আহমেদ পেয়ারা ও বইটির লেখক সাঈদ তারেক বক্তব্য রাখেন। ঢাকা/মেহেদী/ইভা