জাতীয়

চীনফেরত ৩১২ বাংলাদেশির কেউই আক্রান্ত নন

চীনের উহান থেকে আসা ৩১২ জনের সবাই সুস্থ আছেন। রাজধানীর আশকোনায় অস্থায়ী কোয়ারেন্টাইন কেন্দ্রের সবাইকে তাই বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

চীনফেরত বাংলাদেশিদের কোয়ারান্টাইনের (হাজী ক্যাম্পে) ১৪ দিন আজ শেষ হয়েছে। স্বাস্থ‌্য পরীক্ষায় তাদের কারো মধ‌্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি বলে শনিবার রাতে নিশ্চিত করেছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তাদেরকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক বিবৃতিতে জানান, কোয়ারান্টাইন পরবর্তী সময়ে ৩১২ জনকে আইইডিসিআরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়েছে।

রাত পৌনে নয়টার দিকে আইইডিসিআরের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এ এস এম আলমগীর হোসেন বলেন, ‘মাত্র স্কিনিং শেষ হলো। তারা ডিনার করবেন। এরপর রাতে কেউ কেউ হয়তো বাসায় যাবেন। যারা যেতে আগ্রহ প্রকাশ করবেন, তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করা হবে। আর বাকি যারা থাকবেন, তারা আগামীকাল সকালে বাসায় ফিরবেন।’ ঢাকা/সাওন/সাজেদ