জাতীয়

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সদস্য আবুল কালাম আজাদ, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), বেগম ওয়াসিকা আয়েশা খান ও মো. জাহিদুর রহমান।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০০৭-২০১২ অর্থবছরের হিসাব সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ অডিট অধিদপ্তর কর্তৃক ২০১২-২০১৩ অর্থবছরে প্রণীত পাঁচটি অডিট আপত্তির সাথে জড়িত ৬১ কোটি ৮৪ লাখ ৩১ হাজার ৯৮০ টাকা নিয়ে আলোচনা এবং কমিটি প্রদত্ত নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ঢেউটিন ক্রয়কালে দরপত্র মূল্যের ওপর উৎসে ভ্যাট কর্তন না করায় ৯ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৩৫৫ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে কার্যাদেশ ও চুক্তিবহির্ভূতভাবে ঠিকাদারকে প্রাপ্যতার অতিরিক্ত বিল পরিশোধ করায় সরকারের ৪১ লাখ ১৬ হাজার ১৪৭ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে প্রমাণ জমা সাপেক্ষে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে ডেউটিন ক্রয় না করায় ৫ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৫০৮ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে ত্রিপক্ষীয় মিটিং করে আপত্তিটি অনধিক এক মাসের মধ্যে অডিট অফিসের সন্তুষ্টি সাপেক্ষে নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে মোট ৪৫ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ৪২৩ টাকার নিরীক্ষাযোগ্য রেকর্ডপত্র নিরীক্ষায় উত্থাপন করা হয়নি মর্মে উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে বাস্তব যাচাই সাপেক্ষে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে কম্বল না কেনায় ৩০ লাখ ৫৫ হাজার ৫৪৭ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে বাস্তব যাচাই সাপেক্ষে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, অডিট অফিস এবং বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা/হাসান/রফিক