জাতীয়

চসিকে রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম চায় ইসি

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা দেওয়ার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান দলগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও মহাসচিবের কাছে এ সংক্রান্ত চিঠি দেন।

চিঠিতে নিবন্ধিত রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি তার অনুলিপি ইসিতেও পাঠাতে বলা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী তফসিল ঘোষণার পর সাত দিনের মধ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জানাতে হয়। ১৬ ফেব্রুয়ারি এ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে হিসেবে ২২ ফেব্রুয়ারির মধ্যে দলগুলোকে কমিশনে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম পাঠাতে হবে।

তফসিল অনুযায়ী এ সিটিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৭ ফেব্রুয়ারি, বাছাই ১ মার্চ, প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ ৯ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মার্চ। ঢাকা/হাসিবুল/সনি