জাতীয়

পাপিয়ার পরিচয় যেটাই হোক, বিচার হবে: সেতুমন্ত্রী

পাপিয়ার পরিচয় যেটাই হোক তার বিচার হবে বলে সাফ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী একথা বলেন।

অস্ত্র-মাদকসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী পাপিয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘‘তার (পাপিয়া) পরিচয় যেটাই হোক, সে অপরাধী। সে হিসেবে তার বিচার হবে।’

তিনি বলেন, ‘সরকারি দলের হোক কিংবা বাইরের হোক, অপরাধ অনুযায়ী অপরাধী শাস্তি পাবে। সরকার কোনো অপরাধীকে পার পেয়ে যেতে দেয়নি। ’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন অপরাধের বিচার করতে গেলে পেছনের লোক খোঁজা হয়। তারা সামনে আসবে না, এটা ভাবার কোনো কারণ নেই। আওয়ামী লীগ সরকারের আমলে এ ধরনের বিচার প্রক্রিয়া চলেছে। বিষয়টি যখন আদালতে যাবে, তখন সবকিছু বেরিয়ে আসবে।

এর আগে এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠক করেন সেতুমন্ত্রী।

 

ঢাকা/আসাদ/সাজেদ