জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ণ সহযোগিতার আশ্বাস কম্বোডিয়ার

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে কম্বোডিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) সদস্য দেশ হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কম্বোডিয়া।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-কম্বোডিয়া যৌথ কমিশনের প্রথম বৈঠকে এ আশ্বাস দিয়েছে দেশটি।

বৈঠক বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। কম্বোডিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী ইট সোফিয়া।

বৈঠক শেষে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইট সোফিয়া সাংবাদিকদের বলেন, আসিয়ানের সদস্য দেশ হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে কম্বোডিয়া বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করবে। আমরা দুই দেশ একযোগে মুজিববর্ষ পালন করতেও একমত হয়েছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, দুই দেশের মধ্য এফওসি সই হয়েছে। এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সদস্য দেশ হিসেবে কম্বোডিয়ার সহযোগিতা চেয়েছি আমরা। তারা এ বিষয়ে সহযোগিতা করবে বলে জানিয়েছে।

মো. শাহরিয়ার আলম বলেন, দুই দেশের মধ্যে প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন হয়েছিল তিন বছর আগে। এবার যৌথ কমিশনের বৈঠকে ঢাকা-নমপেন বাণিজ্য সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা ব‌্যক্ত করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রতিরক্ষা, কৃষি, পরিবেশ, মৎস্য, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে আলোচনা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত দেশ কম্বোডিয়ার ২৭ সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। পরবর্তী বৈঠক ২০২২ সালে কম্বোডিয়ায় হবে। ঢাকা/হাসান/রফিক