জাতীয়

ভিপি নুরকে পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরকে আগামী তিন দিনের মধ্যে পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে নুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।

এর আগে ২০১৯ সালের আগস্ট মাসে নুরুল হক নুর তাকে পাসপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনের তথ্য অনুসারে- জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে ২০১৯ সালের জুলাই মাসে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন নুর। কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হয়নি।

পরবর্তীতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক নুরকে জানান, মামলা থাকায় তাকে পাসপোর্ট দেয়া সম্ভব নয়। তাই পাসপোর্ট পেতে হাইকোর্টে এ রিট দায়ের করেন ডাকসু ভিপি নুর।

 

ঢাকা/মেহেদী/সনি