জাতীয়

গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

ঢাকার পর বহুল কাঙ্ক্ষিত ই-পাসপোর্ট কার্যক্রম প্রথমবারের মতো গাজীপুর আঞ্চলিক অফিসে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন।  এর ফলে ঢাকার বাইরে প্রথম কোনো জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হলো।

অনুষ্ঠানের প্রধান অতিথি ই-পাসপোর্টের প্রথম আবেদনকারী গাজীপুরের বাসিন্দা আব্বাস আলী শিকদারের হাতে ডেলিভারি স্লিপ তুলে দেওয়া হয়।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সালেহ উদ্দীন প্রমুখ। গাজীপুর/হাসমত আলী/এসএম