জাতীয়

বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু আমাদের পথচলায়’ শীর্ষক রচনা প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা এসিস্ট বাংলাদেশ।

রোববার (৮ মার্চ) সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের যেকোনো দেশে অবস্থানরত যেকোনো বাংলাদেশি নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বাংলায় কম্পোজ করা রচনা ৩১ মার্চ, ২০২০ তারিখের মধ্যে assistbangladesh@gmail.com -এ পাঠাতে হবে। সেরা ২০টি লেখার জন্য বিশেষ পুরস্কারসহ সব অংশগ্রহণকারীকে আনুষ্ঠানিকভাবে ঢাকায় সম্মান জানানো হবে। সেরা লেখকরা পাবে‌ন নগদ অর্থ, ক্রেস্টসহ ‌বিশেষ পুরষ্কার। অংশগ্রহণকারী সবাই পাবেন সনদপত্র, শুভেচ্ছা পুরস্কার এবং সৌজন্য পুরস্কার। 

নির্বাচিত লেখা নিয়ে ‘বঙ্গবন্ধু আমাদের পথচলায়...’ শীর্ষক সংকলন প্রকাশ করা হবে।

এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সংস্থাটির ওয়েবসাইট () ও ফেসবুক পেজ (facebook.com/AssistBangladesh) ভিজিট করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এসিস্ট বাংলাদেশ ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সরকারের নিবন্ধিত সম্পূর্ণ অলাভজনক চ‌্যারিটি সংস্থা। ঢাকা/হাসান/রফিক