জাতীয়

গণভবনে পররাষ্ট্রমন্ত্রী

মুজিববর্ষ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মন্ত্রণালয়ের আরো কয়েকজন কর্মকর্তা গণভবনে গেছেন। গণভবনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির কয়েকজন সদস্যও রয়েছেন সেখানে।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আলোচনা করবেন। এতে বিদেশীদের আসার বিষয়ে কী সিদ্ধান্ত হয়, তা পরে আনুষ্ঠানিকভাবে ড. মোমেন জানাতে পারেন। ঢাকা/হাসান/সাজেদ