জাতীয়

হ্যান্ড স্যানিটাইজারের মূল্য বেঁধে দিলো ওষুধ প্রশাসন

দেশে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনকারী সাত ওষুধ কোম্পানির উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নির্ধারণ করে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

সোমবার (৯ মার্চ) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হওয়ার পর বাজারে হ্যান্ড স্যানিটাইজারের মূল্য হঠাৎ বেড়ে যায়। বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে ওষুধ প্রশাসন অধিদফতর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে মূল্য নির্ধারণ করা হয়।

এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, বেঁধে দেয়া মূল্যের চেয়ে অধিক মূল্যে হ্যান্ডসেট বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ডসেটের কাঁচামাল মজুত আছে। খুচরা বিক্রেতাদের একসঙ্গে কোনো ব্যক্তির কাছে একটির বেশি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে নিষেধ করেন।

এসকেএস ফার্মসিউটিক্যালস হ্যান্ডরাব সল্যুশ ৫০ এমএল ৪০ টাকা, ১০০ এমএল ৫২ টাকা, ২০০ এমএল ১০০ টাকা নির্ধারণ করা হয়। অ্যাডভান্স কেমিক্যাল  ইন্ড্রাস্ট্রিজের হ্যাক্সিজল হ্যান্ড রাব ৫০০ এমএল ২১৫ টাকা ৬৫ পয়সা, ২৫০ এমএল ১৪০ টাকা৪২ পয়সা, ২৫০ এমএল বোতল ১৩০ টাকা, ৫০০ এমএল বোতল ১৯৬ টাকা, ৫০ এমএল বোতল ৪০ টাকা, ক্লিনফেল হ্যান্ড স্যানিটাইজার ১০ এমএল ৭৫ টাকা, ৫০ এমএল ১০০ টাকা।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের সানিসস্কার্ব স্কিন ক্লিনজার ২৫০ এমএল ১৩০ টাকা, জেল ৬ গ্রাম ডিউব ৪০ টাকা, সান্তিজা হ্যান্ডরাব ২৫০ এমএল ১৩০ টাকা, ৫০ এমএল ৪০ টাকা।

জেনারেল ফার্মাসিউটিক্যালের হ্যান্ডওয়াশ সল্যুশন ৫০ এমএল বোতল ৪০টাকা, ২৫০ এমএল বোতল ১৩০ টাকা।

গ্রীণল্যান্ড ফার্মাসিউটিক্যালের হ্যান্ডস্ক্রাব ২৫০ এমএল ২৫০ টাকা, হ্যান্ডসল ২৫০ এমএল ১৩০ টাকা, ১২৫ এমএল ৭০ টাকা, ৫০ এমএল ৪০ টাকা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালের জারমিসল হ্যান্ড রাব ২০০ এমএল বোতল ১৩০ টাকা ৩৯ পয়সা, ২০০ এমএল পাম্পসহ ১৪০ টাকা, ৫০ এমএল ৪০ টাকা।

অপসোনিন ফার্মাসিউটিক্যালের কেভিরাব ২৫০ এমএল ১০৫ টাকা ৭২ পয়সা এবং ৫০ এমএল ৩১ টাকা ১২ পয়সা। ঢাকা/সাওন/নূর/নাসিম