জাতীয়

আগুনের কারণ জানতে ৪ সদস্যের তদন্ত কমিটি

মিরপুর রূপনগর বস্তিতে আগুন লাগার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বধর্ন বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, এ কমিটির কে প্রধান হবেন  তা এখনো ঠিক করা হয়নি।  তবে চার সদস্য তদন্ত কমিটিকে আগুনের কারণ নিশ্চিতের জন্য বলা হয়েছে।  তারা সরেজমিন পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত করবেন।  কমিটি আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।  এরপর আগুনের সূত্রপাত বা কারণ জানা যাবে।

এদিকে বুধবার (১১ মার্চ) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।  ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছিলে।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।  পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।  কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় দেড় হাজার বস্তিঘর।

 

ঢাকা/মাকসুদ/এসএম