জাতীয়

ভারতগামী টিকিটের মূল্য ফেরত দেবে বিমান

করোনাভাইরাস সংক্রমণরোধে ভারত সরকার ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ভিসা স্থগিত করেছে। দেশটির এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কলকাতা ও দিল্লিগামী সব ফ্লাইট বাতিল করেছে। আর এই সময়ের জন্য যেসব যাত্রী টিকিট কিনেছিলেন বা বুকিং করেছিলেন, তারা চাইলে টিকিটের অর্থ ফেরত নিতে পারবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব যাত্রী বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য টিকিট কিনেছেন- চাইলে রিফান্ড নিতে পারবেন। অথবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিট খালি থাকলে সেসব ফ্লাইটে পুনরায় আসন বরাদ্দ করা হবে।

এজন্য বিমান কল সেন্টার (০১৭৭৭৭১৫৬১৩-১৬) এবং বিমানবন্দরে (০১৭৭৭৭১৫৫৩৩) যোগাযোগ করতে বলা হয়েছে।

বিমানের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী শনিবার (১৪ মার্চ) থেকে দিল্লি ও কলকাতাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

আরো পড়ুন >  ঢাকা/হাসান/জেডআর