জাতীয়

বিকেলে ইসির বৈঠক, আসতে পারে নতুন সিদ্ধান্ত

আসন্ন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ৩টায় নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিউটের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হবে। করোনাভাইরাস প্রতিরোধে আসন্ন এসব নির্বাচন পেছানোর ঘোষণা আসতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। 

ইসি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে আসন্ন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।   

ঢাকা/হাসিবুল/ইভা