জাতীয়

বাংলাদেশী আইডলে যুক্ত হলো বাংলালায়ন ও ক্লিয়ার শ্যাম্পু

ডেস্ক রিপোর্টঢাকা, ৪ মে : আন্তর্জাতিক মানদন্ডের সংগীত ভিত্তিক রিয়েলিটি শো বাংলাদেশী আইডলের সঙ্গে যুক্ত হলো বাংলালায়ন ও ক্লিয়ার শ্যাম্পু । শনিবার রুপসী বাংলা হোটেলে ‘স্পন্সর আনভেইলিং সিরেমনি’ শীর্ষক একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।সম্মেলনে উপস্থিত ছিলেন এসএ টিভি’র ম্যানেজিং ডিরেক্টর সালাহউদ্দিন আহমেদ, সিওও সালাহউদ্দিন জাকি, ডেল্টা বে প্রোডাকশন এন্ড ডিসট্রিবিউশনের চেয়ারম্যান ফখরুদ্দিন রাজী, বাংলালায়ন ওয়াইমেক্স এর চিফ মার্কেটিং অফিসার জি এম ফারুক খান ও ইউনিলিভারের মার্কেটিং ম্যানেজার মাহতাব হোসেন।সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে উন্মেচন হয় ‘বাংলাদেশী আইডলে’র নতুন লগো। ঘোষনা করা হয় ‘বাংলাদেশী আইডল’ এর সঙ্গে যুক্ত হওয়া দুই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম। যার একটি হলো বাংলালায়ন। আর অন্যটি হলো ক্লিয়ার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু।এই দু’টি প্রতিষ্ঠান অংশ নেয়ার ফলে বাংলাদেশী আইডলের শিরোনাম দাঁড়ালো এমন-  ‘বাংলালায়ন প্রেজেন্টস বাংলাদেশী আইডল, পাওয়ার্ড বাই ক্লিয়াার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু’।

সমাপনী বক্তব্যে এসএ টিভির এমডি সালাহউদ্দিন আহমেদ বলেন, আশা করছি বাংলাদেশী আইডল হয়ে উঠবে টিভি দর্শক ও সংগীত পিপাসুদের আইডল অনুষ্ঠান হিসেবে।উল্লেখ্য, বিশ্বব্যাপী সংগীতশিল্পী নির্বাচনের শ্রেষ্ঠ ও সফলতম টিভি রিয়েলিটি শো ‘আইডল’ এর ফ্র্যাঞ্চাইজে ‘বাংলাদেশী আইডল’  নির্মাণ করছে ডেল্টা বে। এরই মধ্যে শেষ হয়েছে এর প্রাথমিক অডিশন পর্ব। আগামী মাস থেকে এটি নিয়মিত সম্প্রচার হবে এসএ টিভির পর্দায়। আর এই রিয়েলিটি শে’র বিচারক হিসেবে রয়েছেন চার স্বনামধন্য কণ্ঠশিল্পী ফেরদৌসি রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু এবং মেহরীন।রাইজিং/৪ মে/শামটি