জাতীয়

করোনায় মৃতের সৎকারে ধর্মীয় বিষয় গুরুত্ব পাবে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের সৎকারে ধর্মীয় বিষয় লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ কথা জানান।

তিনি বলেন, করোনাভাইরাসে মারা যাওয়া রোগীর দাফনের সময় আমাদের প্রটোকল থাকবে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও ইরানে যেভাবে দাফন করা হয়েছে, সেসব বিবেচনা করে আমাদের দেশের রোগীদের দাফন করা হবে।  আমাদের ধর্মীয় দিকটাও বিবেচনায় থাকবে।  আমরা দু—একদিনের মাঝে দাফনের বিষয়ে বিস্তারিত জানাবো।

অধ্যাপক ডা. নাসিমা জানান, এ পর্যন্ত মোট ২০ জন আক্রান্ত হয়েছে।  নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন।  এদের মাঝে একজন নারী  (৩০), পুরুষ (৩০) ও বয়স্ক পুরুষ (৭০)।   তিনি আইসিইউতে আছেন।  তিনি গুরুতর অসুস্থ।  পুরুষ একজন ইউরোপ দেশ ভ্রমণ করেছেন।  বয়স্ক একজন প্রবাসী থেকে আক্রান্ত হয়েছেন।

নাসিমা সুলতানা বলেন, পোস্টার ও লিফলেট দিয়ে আমরা প্রচার করছি। তারপরও বলছি একটি টিস্যু পুনরায় ব্যবহার করা যাবে না।  হাঁচি-কাশির পর সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।  সামন্য জ্বর বোধ করলেও ঘরে থাকবেন।  জরুরি প্রয়োজন হলে মাস্ক পরে যাবেন। সাওন/সাইফ