জাতীয়

একটি কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৭০ ভোট

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ চলছে। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই এ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২১ মার্চ) রাজধানীর নিউমার্কেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজের ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে প্রথম ঘণ্টায় ৭০টি ভোট পড়েছে।

ওই ভোটকেন্দ্রে আসা জীবন হোসেন নামে এক ভোটার রাইজিংবিডিকে বলেন, ‘নতুন পদ্ধতিতে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম) ভোট দিয়েছি। ইভিএমে দ্রুত ভোট দেওয়া যায়। দেশ উন্নত হচ্ছে এর প্রমাণ এটি।’

তিনি আরো বলেন, ‘রাজনীতি করি। তাই করোনা আতঙ্কের মধ্যেও ভোট দিতে এসেছি।’

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইমরান হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘প্রথম ঘণ্টায় ৭০টি ভোট পড়েছে। করোনার কারণে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটার ভোটার বাড়বে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

 

 ঢাকা/আসাদ/জেনিস