জাতীয়

আজকের পর থেকে সব নির্বাচন স্থগিত: ইসি

মহামারি করোনা ভাইরাসের কারণে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ সব ধরনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।  শনিবার (২১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার রাইজিংবিডিকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আজকের বৈঠকে আমরা সব নির্বাচন কমিশনার মিলে সিদ্ধান্ত নিয়েছি করোনা ভাইরাসের কারণে আজকের পর থেকে কোনো ভোট হবে না।  সব স্থগিত করা হয়েছে। 

তিনি আরও বলেন, ২৯ মার্চে যদি ভোট করা হয় তাহলে মানুষ আমাদের গায়ে ইটা মারবে।  এই পরিস্থিতিতে ভোট করা ঠিক হবে না।  ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ মার্চ চসিকসহ বগুড়া-১ আসন ও যশোর-৬ আসনের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। গত ১৮ জানুয়ারি বগুড়া-১ আসন আর যশোর-৬ আসনটি শূন্য হয়েছে ২১ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।  এক্ষেত্রে বগুড়া-১ আসনে ১৬ এপ্রিল আর যশোহর-৬ আসনে ১৯ এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ করতে হবে।

ঢাকা/হাসিবুল/এসএম