জাতীয়

৩ মাসের জন্য ফ্লাইট বন্ধ করলো রিজেন্ট

করোনাভাইরাসের কারণে সব গন্তব্যে আগামী ৩ মাসের জন্য ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

রোববার (২২ মার্চ) বিকেলে রিজেন্ট এয়ারওয়েজের সিইও ইমরান আসিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রি সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।  এই পরিস্থিতি কতদিন চলবে, সেটাও জানা যাচ্ছে না।  আমাদের রাজস্ব আয় শূন্য শতাংশে চলে এসেছে।  আমরা ৩ মাস সময়কে গাইডলাইন হিসেবে ধরেছি।  সবকিছু ঠিক থাকলে এর আগেও ফ্লাইট পরিচালনা করতে পারি।

ইমরান আসিফ বলেন, আন্তর্জাতিক যেসব গন্তব্যে আমরা ফ্লাইট পরিচালনা করতাম করোনাভাইরাসের কারণে একে একে সবগুলোই বন্ধ করতে হয়েছে। বিভিন্ন দেশের আরোপ করা নিষেধাজ্ঞা কবে নাগাদ উঠিয়ে নেওয়া হবে সেটাও অনিশ্চিত।  আবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর যাত্রীদের ভ্রমণে আস্থা ফিরতেও সময় লাগতে পারে।  সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা/নূর/জেডআর