জাতীয়

টোলারবাগের বাসিন্দারা হোম কোয়ারেন্টাইনে

মহামারি করোনার বিস্তার রোধে মিরপুরের টোলারবাগে চলাচল সীমিত করা হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরেই থাকতে বলা হয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্র দারোয়ানকে দিয়ে আনার অনুরোধ করেছেন স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক।

রোববার (২২ মার্চ) রাতে টোলারবাগে আরেকজনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আসলামুল হক ওই এলাকায় যান। এ সময় তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের নিয়ে আলাপ আলোচনা করেন। এরপরই তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

আসলাম বলেন, ‘এই এলাকায় মানুষ ও যান চলাচল সীমিত করা হয়েছে। ১৪ দিন আগে এই এলাকার বাসিন্দারা ঘর হতে বের হতে পারবেন না। তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দরকার হলে বাসার দারোয়ান এনে দেবেন। প্রয়োজনে জনপ্রতিনিধিরাও এ কাজে সহায়তা করবেন।’

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আসলামুল হক বলেন, ‘রোববার রাতে যে ব্যক্তি মারা গেছেন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, তা বলতে পারবো না। এটি চিকিৎসকের বিষয়।’

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার টোলারবাগে করোনা আক্রান্ত হয়ে একজন মারা যান।  এরপর রোববার রাতে আরেকজন মারা যান। তারা দুজনেই বন্ধুর মতো চলাফেরা করতেন। একসঙ্গে মসজিদে নামাজ পড়তেন। তাদের দুজনের বাসা পাশাপাশি। এ কারণে তারা দীর্ঘদিন একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন। তবে, দ্বিতীয়জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

রোববার সন্ধ্যার পর থেকে টোলারবাগ জনশূন্য হয়ে পড়ে। যারা বাসায় আছেন, তারাও বাসার দরজা-জানালা বন্ধ করে দিয়েছেন। কেউ বের হচ্ছেন না। দোকানপাটও বন্ধ রয়েছে।

দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল হোসেন রাইজিংবিডিকে জানান, ‘রোববার নিহত ব্যক্তির লাশ দাফন কীভাবে করা হবে, তা আইইডিসিআর ভালো বলতে পারবে।’ মৃত্যুর সংবাদের তাদের দেওয়া হয়েছে বলেও ওসি জানান। ঢাকা/মাকসুদ/নাসিম