জাতীয়

৫০ হাজার লিটার জীবাণুনাশক ছিটালো ডিএনসিসি

করোনাভাইরাস সংক্রমণরোধে বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে ও উন্মুক্ত প্রায় সড়ে সাত লাখ বর্গ ফুট এলাকায় তরল জীবাণুনাশক স্প্রে করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কারওয়ান বাজার, টোলারবাগ, কুয়েত-মৈত্রী হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, হৃদরোগ হাসপাতালসহ আশপাশের এলাকায় জীবনুনাশক স্প্রে করা হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন বলেন, ‘তিনটি ওয়াটার বাউজারের মাধ্যমে ৫০ হাজার লিটার তরল জীবাণুনাশক সাত লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় স্প্রে করা হয়। এছাড়া প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ’ ঢাকা/নূর/সাজেদ