জাতীয়

১০ জনের বেশি অংশগ্রহণে প্রশিক্ষণ বন্ধ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণের সিডিউল সকল প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ১০ জনের কম সংখ্যক অংশগ্রহনকারীদের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানতে বলা হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশেষত এর কমিউনিটি ট্রান্সমিশন প্রতিরোধ করার লক্ষ্যে সরকারের দেওয়া বিভিন্ন নির্দেশনার প্রেক্ষিতে ব্যাংক-কোম্পানিগুলোকে এরিমধ‌্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশিক্ষণস্থলে অধিক সংখ্যক প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে করোনার সংক্রমণ ঝুঁকি বৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় ব্যাংকের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের জন্য পরামর্শ দেওয়া হলো।’

করোনাভাইরাসের প্রার্দুভাব প্রশমিত না হওয়া পর্যন্ত ১০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে চলমান সকল প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করে উক্ত কর্মকর্তাদের স্ব-স্ব কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের প্রার্দুভাব প্রশমিত হওয়ার পর অসম্পূর্ণ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

১০ জন বা তারচেয়ে কমসংখ্যক কর্মকর্তার অংশগ্রহণে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় আসন বিন্যাসের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করতে হবে ।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা/হাসান/সাজেদ