জাতীয়

চীনের চিকিৎসা সরঞ্জামের দ্বিতীয় চালান আসছে ২৯ মার্চ

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া চিকিৎসা সরঞ্জামের দ্বিতীয় চালান আগামী রোববার (২৯ মার্চ) ঢাকায় পৌঁছাবে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান।

তিনি জানান, চীনের দেওয়া ১০ হাজার টেস্টিং কিটস এবং ১০ হাজার ডাক্তার ও নার্সদের ব্যবহারের পোশাক নিয়ে প্রথম চালান আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকায় আসবে।

নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় চীনের একটি বিশেষ বিমানে করে এসব চিকিৎসা সরঞ্জাম দুপুর নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। দ্বিতীয় আরেকটি চালান একইভাবে ঢাকায় আসবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার ইতোমধ‌্যে অন্য স্থান থেকে কিছু পরিমাণ এসব সামগ্রী কিনে বিতরণ শুরু করেছে। চীনের সহায়তায় কোরোনা প্রতিরোধ এবং চিকিৎসায় গতি আনবে।’

প্রসঙ্গত, করোনাবাইরাস মোকাবিলায় চীনের সহায়তার মধ্যে রয়েছে- ১০ হাজার কিট, ১৫ হাজার সার্জিক্যাল এনরেসপিরেটর, ১০ হাজার চিকিত্সা পোশাক এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।

গত ১৮ মার্চ ঢাকায় চীনের দূতাবাস এক বিবৃতিতে করোনা ইস্যুতে বাংলাদেশকে এই সহায়তা দেওয়ার কথা জানায়।

 

ঢাকা/হাসান/সনি