জাতীয়

বুয়েটের একাংশ লকডাউন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক এলাকার একাংশ  ‘লাল ভবন’ নামে পুরো আবাসিক এলাকাটি লকডাউন করেছে বুয়েট প্রশাসন।

শিক্ষকদের কোয়ার্টার থেকে একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান রাইজিংবিডিকে বলেন, গত পরশু একজনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে।  আজ আরো দুইজনের শারীরিক পরীক্ষা করানো হয়েছি। তাদের ফল নেগেটিভ এসেছে।  আমরা মূলত একজনকে ওখানে পজেটিভ হিসেবে শনাক্ত হওয়ায় পুরো এলাকা লকডাউন করে দিয়েছি।  ওই লাল ভবন এলাকায় শিক্ষকদের দেড়শ পরিবার রয়েছেন।  পুরো এলাকাটি এখন লকডাউনে আছে। ঢাকা/ইয়ামিন/জেডআর