জাতীয়

কোয়ারেন্টাইনে ঢামেক হাসপাতালের ২ চিকিৎসক

হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই চিকিৎসক।

বৃহস্পতিবার ( ২৬ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের হৃদরোগ বিভাগের দুই চিকিৎসক বেশ কিছুদিন ধরে হোম কোয়ারেন্টাইনে আছেন।

ঢামেক সূত্রে জানা গেছে, তারা হাসপাতালে রোগীর চিকিৎসা দিয়েছেন। তাদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ কারণে ওই দুই চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন সাতজন। করোনাভাইরাস রোধে সরকার ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা/মাকসুদ/ইভা