জাতীয়

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪

করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

বৃহস্পতিবার ((২৬ মার্চ)) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন আক্রান্ত ৫ জনই পুরুষ।  এদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ্ব।  একজন বিদেশফেরত।  তিনজন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। 

সেব্রিনা ফ্লোরা বলেন, ২৪ ঘণ্টায় আইইডিসিআরে কল করেছেন ৩ হাজার ৩২১ জন।  নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১২৬ জনের।  এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২০ জনের।

প্রসঙ্গত, বিশ্বে বর্তমানে ৩ লাখ ৩৩ হাজার ৪৮৭ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি রয়েছে।  চিকিৎসাধীন এসব মানুষের মধ্যে ৩ লাখ ১৮ হাজার ৬৯৫ জনের অবস্থা স্থিতিশীল। সাওন/সাইফ