জাতীয়

চিকিৎসা সেবায় অস্বীকৃতি : আইনানুগ ব্যবস্থা গ্রহণের পত্র বাতিল

সাধারণ রোগীর চিকিৎসা সেবায় অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চিঠিটি প্রত্যাহার করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ২৫ মার্চ এ পত্র বাতিল ঘোষণা করে।

মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়সুত্রে সাধারণ রোগীর চিকিৎসা সেবায় অস্বীকৃতি প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ বিষয়ক পত্রটি বিজ্ঞপ্তির নমুনাসহ এতদ্বারা বাতিল করা হলো।’

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান রাইজিংবিডিকে এ তথ্য জানান। ঢাকা/আসাদ/ইভা