জাতীয়

করোনা পরীক্ষা করিয়েছি, সুস্থ আছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি করোনাভাইরাস পরীক্ষা করিয়েছি। আমি সুস্থ্য আছি, ভালো আছি।

রোববার (২৯ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ কথা বলেন মন্ত্রী।

পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তুলনায় বাংলাদেশ এখনো অনেক ভালো আছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার মন্ত্রণালয়ের অগ্রীম প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘বিভিন্ন হাসপাতালে ৩ লাখ পিস পিপিই বিতরণ করা হচ্ছে। প্রতিদিন ২০-৩০ হাজার করে আমরা পাচ্ছি। এপ্রিলে আরো ৫ লাখ পিস চলে আসবে।’

মেডিক্যাল ভেন্টিলেটরের বিষয়ে তিনি বলেন, ‘অনেকে বলছে আমাদের মেডিক্যাল ভেন্টিলেটর নেই। সবাইকে বলব, এ ধরনের তথ্য সঠিক না। আমাদের ২৫০ ভেন্ডিলেটর আছে। আরো ২৫০ বসানো হচ্ছে। ৩৫০টা বিদেশ থেকে আসছে। এছাড়া, বেসরকারি হাসপাতালে সাতশোর মতো ভেন্ডিলেটর আছে।’ 

 

ঢাকা/নূর/ইভা